• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

সেতুর ওপর পাহাড় ধসে নিহত ৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১২:৫৫ পিএম
সেতুর ওপর পাহাড় ধসে নিহত ৯

ভারতের উত্তরাঞ্চলে একটি পাহাড় ধসের পর ওপর থেকে পাথর গড়িয়ে পড়ে ভেঙে পড়েছে একটি সেতু। এ সময় গাড়িতে থাকা নয় পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বিবিসি জানায়, হিমাচল প্রদেশের কিনাউর জেলায় এ ঘটনা ঘটে। রোববার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই মর্মান্তিক দৃশ্য দেখা যায়।

ভিডিওতে পাহাড়ের পাদদেশের খাড়া উপত্যকা থেকে বড় বড় পাথর সেতুর ওপর পড়তে দেখা গেছে। একপর্যায়ে পাথরের আঘাতে পুরো সেতুটিই ভেঙে পড়ে।

হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর একে ‘হৃদয়বিদারক ঘটনা’ উল্লেখ করে শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Link copied!