মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চির সাজা চার বছর থেকে কমিয়ে দুই বছর করেছে আদালত। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।
মিয়ানমারের রাষ্ট্রীয় চ্যানেল এমআরটিভি জানায়, প্রেসিডেন্ট উইন মিন্টের চার বছরের কারাদণ্ড বহাল রয়েছে। তবে সু চিকে আদালত আংশিক ক্ষমা করায় তার সাজা কমেছে।
এর আগে সোমবার (৬ ডিসেম্বর) নির্বাচনী প্রচারের সময় করোনকালীন বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হন শান্তিতে নোবেলজয়ী নেত্রী সু চি। সু চি ও উইন মিন্ট দুজনেই তাদের সাজা ভোগ করবেন গৃহবন্দী অবস্থায়। কারাগারে পাঠানো হবে না তাদেরকে।
৭৬ বছর বয়সী অং সান সু চির বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। সব অভিযোগে দোষী প্রমাণিত হলে তার একশ বছরেরও বেশি জেল হতে পারে।
চলতি বছর ১ ফেব্রুয়ারিতে সু চি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি। এর আগে তিনি নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন।
অং সান সু চি ও তার দলের অন্যান্য সদস্যদের আটকের পর ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর আটক আঞ্চলিক ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের অধিকাংশকে মুক্তি দিলেও স্টেট কাউন্সেলর ও প্রেসিডেন্টের মুক্তির বিষয়ে বরাবরই চুপ রয়েছে জান্তা সরকার।