• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সু চির মামলার রায়ের তারিখ পেছাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০১:৪০ পিএম
সু চির মামলার রায়ের তারিখ পেছাল

মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে অবৈধ ওয়াকিটকি আমদানি ও ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার বিচারের রায়ের তারিখ পেছানো হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) মিয়ানমারের সামরিক আদালত এক বিবৃতিতে এই তথ্য জানায়।

৭৬ বছর বয়সী নোবেলজয়ী সু চি অবৈধ ওয়াকিটকি আমদানি ও রাখার দায়ে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পেতে পারেন। তবে এএফপিকে জানায়, বিচারক কোনো ব্যাখ্যা ছাড়াই মামলাটি ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন।

এর আগে আরেক মামলার রায়ে সু চির সাজা চার বছর থেকে কমিয়ে দুই বছর করেছেন আদালত। মিয়ানমারের রাষ্ট্রীয় চ্যানেল এমআরটিভি জানায়, প্রেসিডেন্ট উইন মিন্টের চার বছরের কারাদণ্ড বহাল রয়েছে। তবে সু চিকে আদালত আংশিক ক্ষমা করায় তার সাজা কমেছে।

নির্বাচনী প্রচারের সময় করোনকালীন বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হন শান্তিতে নোবেলজয়ী নেত্রী সু চি। সু চি ও উইন মিন্ট দুজনেই তাদের সাজা ভোগ করবেন গৃহবন্দী অবস্থায়। তাদের কারাগারে পাঠানো হবে না।

চলতি বছর ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। সব অভিযোগে দোষী প্রমাণিত হলে তার ১০০ বছরের বেশি জেল হতে পারে।

Link copied!