• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরিয়ায় পৃথক দুই হামলায় নিহত ২৪


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৪:৪৭ পিএম
সিরিয়ায় পৃথক দুই হামলায় নিহত ২৪

রাজধানী দামেস্কের মধ্যবর্তী এলাকায় একটি সামরিক বাসে বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজ এজেন্সির বরাতে বিবিসি এই খবর জানায়।

বুধবার (২০ অক্টোবর) সকালে জিসর আল-রাইস সেতুর নিচে দিয়ে যাওয়ার সময় গাড়িতে আগে থেকে পেতে দুটি বিস্ফোরকের মাধ্যমে এই হামলা চালান হয়। সিরিয়া এক দশক ধরে গৃহযুদ্ধে চললেও রাজধানীতে এ ধরনের হামলার ঘটনা বিরল।

হামলার পরপরই বিরোধীদের নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর শেল হামলায় অন্তত ১০ জন নিহত হয়। ইদলিব প্রদেশসহ উত্তর-পশ্চিমাঞ্চলের এলাকাগুলো বিদ্রোহী ও জঙ্গিগোষ্ঠীর শক্ত ঘাঁটি। ২০১১ সাল থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে এই গোষ্ঠীগুলো।

১০ বছরের এই গৃহযুদ্ধে অন্তত ৩ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। দেশটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে। এদের মধ্যে প্রায় ৬০ লাখ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

রাশিয়া ও ইরানের সহযোগিতায়  দেশটির বেশিরভাগ এলাকা এখন আসাদ সরকারের নিয়ন্ত্রণে। তবে মরু এলাকাগুলোয় এখনো ইসলামিক স্টেট, আইএস জঙ্গিরা সক্রিয় আছে। সন্ত্রাসী হামলার জন্য তাদেরই দায়ী করে সরকার।

Link copied!