• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সহকর্মীর সঙ্গে সম্পর্ক ফাঁস, সিএনএন প্রধানের পদত্যাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০১:২৯ পিএম
সহকর্মীর সঙ্গে সম্পর্ক ফাঁস, সিএনএন প্রধানের পদত্যাগ

বিশ্বখ্যাত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রধানের পদ থেকে অব্যহতি নিয়েছেন জেফ জুকার। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই মিডিয়া ব্যক্তিত্ব স্থানীয় সময় বুধবার এই সিদ্ধান্তের কথা জানান।

নিউ ইয়র্ক টাইমস জানায়, বেশ কিছুদিন ধরেই জুকারের সহকর্মী অ্যালিসন গোলাস্টের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। তবে নিউইয়র্কের সাবেক মেয়র এন্ড্রু কুওমোর পদত্যাগের পর তার ভাই সিএনএন উপস্থাপক ক্রিস কুওমোকে জিজ্ঞাসাবাসে তাদের সম্পর্কের খবর সামনে আসে।

এরপর সেই সম্পর্কের কথা স্বীকার করে জুকার জানান, সিএননের একজন সিনিয়র এক্সিকিউটিভের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তবে সেই তথ্য তিনি ঠিক সময়ে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন বলে অনুতাপ প্রকাশ করেন।

তবে এ ঘটনায় ৫৬ বছর বয়সী জেফ জুকার পদত্যাগ করলেও নিজ পদেই দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন গোলাস্ট। তিনি বলেন, “জেফ ও আমি ২০ বছরেরও বেশি সময় ধরে ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী ছিলাম। সম্প্রতি করোনা মহামারির সময় আমাদের সম্পর্ক গভীর হয়। তবে আমি দুঃখিত যে আমরা এটি আগে প্রকাশ করিনি।”

জুকার ও গোলাস্ট দুজনই তালাকপ্রাপ্ত। সিএনএনের পাশাপাশি জুকার ওয়ার্নার মিডিয়ার নিউজ ও স্পোর্টস বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

Link copied!