• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সরাসরি পুতিনের সঙ্গে কথা বলতে চান জেলেনস্কি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৬:০০ পিএম
সরাসরি পুতিনের সঙ্গে কথা বলতে চান জেলেনস্কি

প্রায় চার সপ্তাহ শেষ হয়ে এলেও ইউক্রেনে শেষ হয়নি রুশ সামরিক অভিযান। এদিকে গোলাবর্ষণ আর স্থল আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন ইউক্রেনীয়রা।

কয়েকটি শহরে সরকারি বাহিনী প্রতিরোধের চেষ্টা চালালেও রুশদের ঠেকিয়ে রাখতে বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সংকট সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনাই একমাত্র পথ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গার্ডিয়ান জানায়, ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য প্রতিবেশী দেশের এই নেতার সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলছেন, রাশিয়ান বাহিনীর কাছে ইউক্রেনীয়রা আত্মসমর্পণ না করলেও ইউক্রেনের শহরগুলো ‘ধ্বংস’ হয়ে যাবে।

ইউক্রেন রাশিয়ার দাবি মেনে নিতে পারবে না উল্লেখ করে যুদ্ধ অবসানের জন্য সম্ভাব্য পথ খোঁজার আহ্বান জানান তিনি। যেকোন উপায়ে দুই নেতার সরাসরি আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করছেন জেলেনস্কি। তিনি বলেন, “এই যুদ্ধ থামানোর জন্য কী প্রয়োজন তা বৈঠক ছাড়া বোঝা অসম্ভব।”

এসময় ইউক্রেন তার রাজধানী, পূর্বাঞ্চলীয় শহর খারকিভ ও মারিউপোলকে রাশিয়ার কাছে ‘হস্তান্তর’ করবে না বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা একাধিকভার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনায় বসলেও রাষ্ট্রপ্রধান পর্যায়ে কোন বৈঠক হয়নি।

 

Link copied!