• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেষকৃত্যের অনুষ্ঠানে রাজাকে অসম্মান করেছেন প্রিন্স হ্যারি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০১:২৫ পিএম
শেষকৃত্যের অনুষ্ঠানে রাজাকে অসম্মান করেছেন প্রিন্স হ্যারি!

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্যের পর চিরনিদ্রায় শায়িত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। সোমবার ব্রিটিশ রাজপরিবারসহ দুই হাজারের বেশি অতিথি তাকে শ্রদ্ধার সঙ্গে চিরবিদায় জানান।

এদিকে ওয়েস্টমিনস্টার হলে অতিথিরা যখন তাদের জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কিং’ বা ব্রিটেনের রাজা দীর্ঘজীবী হোন গেয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছিলেন, তখন অনেকের চোখ ছিল রাজা চার্লসের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা প্রিন্স হ্যারির দিকে।

দর্শকদের কেউ কেউ বলছেন, রাজপরিবারের সদস্যদের বাকিরা জাতীয় সংগীত গাইলেও হ্যারি ছিলেন নিশ্চুপ। যুবরাজের একটি ছোট্ট ভিডিও ক্লিপেও আপাতদৃষ্টে এমনটাই দেখা যাচ্ছে। টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে ভিডিওটি।

এতে দেখা যায়, ডিউক অব সাসেক্স হ্যারি জাতীয় সংগীত চলাকালীন চুপ করে আছেন এবং চারপাশে তাকিয়ে দেখছেন। সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে তার এমন আচরণ।

অনেকেই টুইটারে দাবি করেছেন যুবরাজ জাতীয় সংগীত না গেয়ে রাজাকে ‘অসম্মান’ করেছেন। প্রিন্স হ্যারির এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছেন তারা। তবে কেউ কেউ আবার তাকে ঠোঁট নাড়তে ও গান গাইতে দেখেছেন বলে দাবি করেছেন।

অন্যদিকে অনেকে অবশ্য যুক্তি দেখিয়েছেন যে, প্রিন্স এডওয়ার্ডও সে সময় জাতীয় সংগীত গাননি। রানির মৃত্যুতে আবেগপ্রবণ থাকায় তাদের জন্য গান করা কঠিন ছিল বলে দাবি করেছেন এই ভক্তরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!