• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘শীঘ্রই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বিজেপি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২২, ০৯:৩৭ পিএম
‘শীঘ্রই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বিজেপি’

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেও বিজেপির লক্ষ্য এখনও পশ্চিমবঙ্গ জয়য়। জাতীয় কর্মসিমিতির বৈঠকে এমনই ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ২০০ আসনে জয়লাভের ঘোষণা দিয়েছিলেন অমিত শাহ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশমায় সেই স্বপ্নভঙ্গ করেছে তৃনমূল কংগ্রেস।

তবে হিন্দুস্তান টাইমস জানিয়েছে নতুন করে ওড়িশা তেলাঙ্গানা, কেরল এবং অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় আসরা ছক কষছে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। পশ্চিমবঙ্গেও তৃনমূল কংগ্রেসকে হটানোর লক্ষ্য তাদের।

দুই দিনের জাতীয় বৈঠকে শাহ এমন পরিকল্পনা জানিয়েছন বলে উল্লেখ করেন আসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। অমিত দাবি করেন, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে পশ্চিমবঙ্গ পরিবারতন্ত্র, আঞ্চলিকবাদ ও তোষণ চরম আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেছেন।

তবে অমিত শাহর স্বপ্ন এবারও পুরন হচ্ছে না বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, গত বছর বিধানসভার ভোটের আগেও একই কথা বলেছিলেন তিনি। বাস্তবে তার কিছুই ঘটেনি।

 

Link copied!