• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

শিশু হাসপাতালে রুশ হামলায় ক্ষুব্ধ ইউক্রেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০২:২৯ পিএম
শিশু হাসপাতালে রুশ হামলায় ক্ষুব্ধ ইউক্রেন

অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলের একটি শিশু হাসপাতালে রাশিয়ার বিরুদ্ধে বোমা হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। আল-জাজিরা জানায়, হাসপাতালটির প্রসূতি ওয়ার্ডে বোমা হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। এতে বেশ কয়েকজন শিশুসহ অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

বুধবার রাশিয়া মারিউপোলসহ অন্যান্য অবরুদ্ধ শহরগুলো থেকে বেসামরিক ব্যক্তিদের সরে যেতে যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। তবে মারিউপোলের নগর কর্তৃপক্ষ বলছে, সেখানকার হাসপাতালটিতে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা।

এদিকে বিবিসি জানায়, হাসপাতালে এমন হামলায় ক্ষোভ জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

কিয়েভ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “রাশিয়ান কেমন দেশ, যারা মা ও শিশুদের হাসপাতালও ধ্বংস করে? এই মাতৃসদন হাসপাতালের কেউ কি রুশদের ওপর অত্যাচার করেছিল?”

এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে জেলেনস্কি আরও বলেন, “আজ আমাদের সবাইকে একত্রিত হয়ে রাশিয়ার যুদ্ধাপরাধের নিন্দা জানাতে হবে। হাসপাতালে এমন আক্রমণ ইউক্রেনে রাশিয়ার গণহত্যার চূড়ান্ত প্রমাণ।”

Link copied!