• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

শতাধিক আসনে এগিয়ে তৃণমূল, আবারও ধরাশায়ী বিজেপি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ১১:৩৬ এএম
শতাধিক আসনে এগিয়ে তৃণমূল, আবারও ধরাশায়ী বিজেপি?

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আবারও পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেসের কাছে বড় ব্যবধানে হারতে যাচ্ছে কেন্দ্রের দল বিজেপি। বুথফেরত জরিপ বলছে কলকাতা পৌরসভা নির্বাচনে ১৪৪ ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়ে আছে ১১৪টিতে।

এদিকে বিজেপি ৩, কংগ্রেস ২, বাম ২ ও অন্যান্যরা ১টি আসনে এগিয়ে আছে বলে জানা গেছে। আনন্দবাজারসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে ভোটের প্রাথমিক ফল প্রকাশ করা হচ্ছে।

ভোটগ্রহনের একদিন পর গণনা শুরু হয়েছে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পৌরসভা নির্বাচনের ভোট গণনা। ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা হবে ১১টি কেন্দ্রে।

নিরাপত্তার স্বার্থে গণনাকেন্দ্রে মোতায়েন করা হয়েছে তিন হাজার পুলিশ। ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি আছে। গণনাকেন্দ্রের প্রত্যেক টেবিলে যুক্ত করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি ভোট গণনা প্রক্রিয়ার ভিডিও করা হবে।

সবশেষ ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১১৪টিতে জয় পায় তৃণমূল। এবার ভোট গণনার আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল অন্তত ১৩৪ আসনে জয় আশা করছে।

এদিকে বিরোধীদের দুইয়ের অঙ্কের বেশি আসনে জয় পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন রাজনীতি বিশ্লেষকরা।

Link copied!