• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

লিভিভ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ০১:৫৯ পিএম
লিভিভ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের লিভিভ শহরে বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় বিমান মেরামতের একটি ভবন ধসে পড়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ মার্চ) সকালে রুশ বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

লিভিভের মেয়র অ্যান্দ্রি সাদোভি জানান, রুশ বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলো লিভিভ বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে। হামলায় একটি একটি ভবন ধসে পড়েছে।

টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, “লিভিভে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যে ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে লোকজনকে আগে সরিয়ে নেওয়া হয়। এটি বিমান মেরামত করার একটি ভবন।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করে লিভিভ অঞ্চলে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, কৃষ্ণসাগর থেকে এই হামলা চালানো হয়েছে বলে ইউক্রেন সেনাবাহিনীর দাবি করেছে।

Link copied!