করোনার তৃতীয় ঢেউতে বিপর্যস্ত হওয়ার পর চতুর্থ ঢেউ ঠেকাতে আগেভাগেই সতর্ক অবস্থানে ইউরোপ। বড়দিনের আগেই লকডাউনের সঙ্গে যোগ হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি। কয়েকটি দেশে বাধ্যতামূলক করা হয়েছে টিকদান।
তবে কোভিডনীতি নিয়ে এরই মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বিভিন্ন দেশে। স্থানীয় সময় শনিবার দ্বিতীয় দিনের মত লকডাউনবিরোধী বিক্ষোভ চলে নেদারল্যান্ডসে।
বিবিসি জানায়, রটারডামে বিক্ষোভের মাঝে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। এদিনও ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা।
আল-জাজিরা জানায়, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাযতে কয়েক হাজার মানুষ লকডাউন এবং বাধ্যতামূলক টিকা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। আন্দোলনে যোগ দিয়েছ ডানপন্থী বিরোধী দল ফ্রিডম পার্টি।
ক্রোয়েশিয়া ও ইতালিতেও হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে স্বাস্থ্যবিধির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেন, করোনা প্রতিরোধে ইউরোপজুড়ে কঠোর ব্যবস্থা না নিলে আগামী কয়েক মাসের মধ্যে আরও পাঁচ লাখ মৃত্যু হতে পারে।