এক বছরেরও বেশি সময় পর আবারও করোনা সংক্রমণ শুরুর কারণে লকডাউন জারি হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায়। বিবিসি জানায়, এক সপ্তাহের জন্য লকডাউনে চলে যাচ্ছে অঞ্চলটি।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় লকডাউন কার্যকর হবে। গোটা প্রদেশে সব জনগণকে বাসায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নতুন করে করোনা সংক্রমণ শুরুর কারণ জানতে পারেনি কর্তৃপক্ষ।
শুধুমাত্র জরুরি প্রয়োজনেই বাড়ির বাইরে বের হতে পারবে ক্যানবেরার বাসিন্দারা। তাই লকডাউন ঘোষণার পরপরই সুপারমার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
এদিকে করোনার ডেল্টা ধরনের প্রকোপে দুই বৃহত্তম শহর সিডনি ও মেলবোর্নে আগে থেকেই কঠোর লকডাউনে চলেছে। এরই মাধ্যমে ছয় প্রদেশের মধ্যে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও ক্যানবেরা এই তিনটিতেই লকডাউন জারি হল।
অন্যদিকে সংক্রমণ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি হিসেবে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ড তাদের সীমানা এবছরের শেষ পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানান, আগামী বছর সীমান্ত খুলে দেওয়া হতে পারে।
আরডার্ন বলেন, সীমান্ত খুলে দেওয়ার পরও সতর্কতা অবলম্বন করা হবে। দেশটিতে করোনা সংক্রমণ শূন্যের কোটায় থাকলেও ডেলটা ধরন যেন নতুন প্রকোপ তৈরি করতে না পারে, সে উদ্দেশ্যেই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানান তিনি।