২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভার দেওয়া তথ্যের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।
এক ফেসবুক পোস্টে ভেনেডিক্টোভা বলেন, নিহত ১২ জন ছাড়াও আরও ১০ জন সাংবাদিক যুদ্ধক্ষেত্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহত সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার নাগরিক আছেন। রাশিয়ার গোলাবর্ষণের আঘাতেই এই সাংবাদিকদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল।
প্রসিকিউটর জেনারেল আরও জানান, প্রাক-বিচার তদন্তে দেখা গেছে রুশ সেনারা অন্তত ৫৬ জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে নানা অপরাধ করেছেন। তাদের মধ্যে ১৫ জন ইউক্রেনের বাইরের দেশগুলোর নাগরিক।
এদের মধ্যে চারজন যুক্তরাজ্যের, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতের দুইজন করে এবং সুইজারল্যান্ড একজন নাগরিক রয়েছেন। তবে রাশিয়া এখনো পর্যন্ত এবিষয়ে কোনো মন্তব্য করেনি।