১ কোটি ৭১ লক্ষ ৩০ হাজার বর্গ কিলোমিটার আয়তনের রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ। সামরিক শক্তির দিক থেকেও বিশ্বে দ্বিতীয় অবস্থানে আছে রুশরা।
এদিকে ৬ লাখ ৩ হাজার ৫৪৮ কিলোমিটার আয়তনের ইউক্রেন ইউরোপের সবচেয়ে বড় দেশ হলেও রাশিয়ার কাছে এটি স্রেফ ছোট্ট এক প্রতিবেশী রাষ্ট্র। শক্তিমত্তার দিক থেকেও বিশ্বের ১৪০ দেশের মধ্যে ইউক্রেনের অবস্থান ২২তম।
সেনাবাহিনীর শক্তিমত্তা
সামরিক শক্তি পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্যমতে, রাশিয়ার সৈন্য সংখ্যা আট লাখ ৫০ হাজার। যেখানে ইউক্রেনের সৈন্য সংখ্যা মাত্র দুই লাখ। এছাড়াও রাশিয়ার আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ। ইউক্রেনের মাত্র ৫০ হাজার।
এছাড়াও আইআইএসএস মিলিটারি ব্যালেন্সের তথ্যমতে, ইউক্রেনের মিলিটারি ট্যাংক ২ হাজার ১১৯টি, আর রাশিয়ার আছে ১৩ হাজার ৩৬৭টি।
রাশিয়ার সামরিক যুদ্ধাস্ত্র সংখ্যা ৩০ হাজার ১২২টি, আর ইউক্রেনের ১২ হাজার ৩০৩টি। রাশিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ৬ হাজার ৫৭৪টি, ইউক্রেনের আছে ১ হাজার ৬৭টি।
এছাড়াও রাশিয়ার ক্ষেপণাস্ত্র সংখ্যা যেখানে ২ হাজার ৮৩০টি, সেখানে ইউক্রেনের মাত্র ৪০৩টি।
নৌবাহিনীর শক্তিমত্তা
বিবিসি আরও জানায়, রাশিয়ার নৌ সামরিক যান ৬০৫টি থাকলেও ইউক্রেনের রয়েছে ৩৮টি। রাশিয়ার মোট যুদ্ধজাহাজ ৭৪টি, তবে ইউক্রেনের মাত্র ২টি। এছাড়াও রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের এ ধরণের কোন রণতরী নেই। রাশিয়ার ৭০টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের সাবমেরিন নেই একটিও।
বিমানবাহিনীর শক্তিমত্তা
রাশিয়ার মোট সামরিক বিমান ৪ হাজার ১৭৩টি, ইউক্রেনের মাত্র ৩১৮টি। ইউক্রেনের যুদ্ধবিমান ৬৯টি, তবে সেই তুলনায় রাশিয়ার রয়েছে ৭৭২টি। এছাড়া রাশিয়ার মোট সামরিক হেলিকপ্টার ৫৪৪টি, আর ইউক্রেনের মাত্র ৩৪টি।
অন্যদিকে রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ হলেও ইউক্রেনের সেই ক্ষমতা নেই। সামরিক খাতে যেখানে রাশিয়ার বাজেট প্রায় ১৫ হাজার ৪০০ কোটি ডলার, সেখানে ইউক্রেনের এক হাজার একশো ৮৭ কোটি ডলার।