• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৩:০০ পিএম
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৭

রুশ সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনে এ পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের পুলিশের তথ্যের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা বলছেন, সমুদ্র-তীরবর্তী শহর ওডেসার অদূরে পোডিলস্ক এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় রাশিয়া। এতে ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ১৯ জন।

মারিউপোল শহরে আরেকটি হামলায় একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে সামরিক হামলায় মোট সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনের পুলিশ।

এর আগে রাশিয়ার ৫টি যুদ্ধবিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি জানায় ইউক্রেনের সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যমে এবিসি নিউজের খবরে এমন তথ্য প্রচার করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, লুহানস্ক অঞ্চলে এসব রুশ বিমান ও হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদিও রুশ বার্তা সংস্থা আরআইএ জানায়, এই খবর প্রচারের সঙ্গে সঙ্গেই এসব প্রতিবেদন অস্বীকার করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাগুলো আরও জানায়, ইউক্রেনের বিমানঘাঁটির সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রুশ সেনাবাহিনী। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও নষ্ট করে দিয়েছে তারা।

Link copied!