• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাশিয়ার হামলার ভয়ে ইউক্রেন ছাড়ছে মার্কিন ও ব্রিটিশরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০৭:৩৮ পিএম
রাশিয়ার হামলার ভয়ে ইউক্রেন ছাড়ছে মার্কিন ও ব্রিটিশরা

রাশিয়ার আগ্রাসনের আশঙ্কায় ইউক্রেন থেকে নিজ নিজ দেশের নাগরিক প্রত্যাহার শুরু করেছে পশ্চিমা দুই মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ‘যেকোন সময়’ রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন বার্তা দিয়ে দূতাবাসের কর্মীদের সতর্ক করেছে দুই দেশের সরকার।

বিবিসি জানায়, এরই মধ্যে দূতাবাস থেকে কর্মী প্রত্যাহার শুরু করেছে ব্রিটেন। কর্মকর্তারা বলছেন, ব্রিটিশ কূটনীতিকদের জন্য কোনো সুনির্দিষ্ট হুমকির আশঙ্কা নেই। তবে কিয়েভ থেকে প্রায় অর্ধেক কর্মীকে যুক্তরাজ্যে ফিরে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ইউক্রেনে যেকোন ধরণের আক্রমণের পরিকল্পনার অভিযোগ আবারও অস্বীকার করেছে রাশিয়া। যদিও এখনও দেশটির সীমান্তে কয়েক হাজার রুশ সেনা মোতায়েন রয়েছে।

ইউক্রেনে সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর জন্য সামরিক সহযোগিতা পাঠাচ্ছে দুই দেশ। যদিও জার্মানি কোন ধরণের সামরিক সহায়তা দিতে রাজি হয়নি।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মীরা আপাতত ইউক্রেনেই অবস্থান করছেন। ইইউর পররাষ্ট্র প্রধান জোসেপ বোরেল বলছেন, তিনি এসব উত্তেজনা নিয়ে কোন ‘নাটক’ করতে চান না।

 

Link copied!