• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের পাঁচ শহর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০২:১১ পিএম
রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের পাঁচ শহর

পঞ্চম দিনের মতো ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এ পর্যন্ত দেশটির পাঁচটি শহর তাদের দখলে এসেছে।

রোববার রাতে উপকূলীয় শহর বারদিয়ানস্কের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। ফেসবুকে এক ভিডিও বার্তায় মেয়র আলেকজান্ডার সভিডলো এই তথ্য জানান।

স্থানীয় সময় রোববার বিকেল পৌনে চারটার দিকে শহরে প্রবেশ করে রুশ সেনা। এরপর তারা শহরের কেন্দ্রস্থলে অবস্থান নেয়। রাত আটটায় শহরের সিটি হলে প্রবেশ করে তারা। মেয়র জানান, শহরের সব প্রশাসনিক ভবন রুশ সেনাদের নিয়ন্ত্রণে আছে। নির্বাহী কমিটির ভবনেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

কৃষ্ণসাগরের তীরবর্তী এই শহরটি প্রায় এক লাখ ইউক্রেনীয় বসবাস করেন। এর আগে জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখলে নেয় রাশিয়া।

নোভা কাখোভকা, খেরশন ও বারদিয়ানস্কও এখন রুশ সেনাদের দখলে। তবে রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হচ্ছে তাদের। আন্তর্জাতিক গণমাধ্যমের ভিডিও ও ছবিতে বিভিন্ন এলাকার সড়কে তুমুল লড়াই চলতে দেখা গেছে।

এদিকে বার্তা সংস্থা এপি বলছে, স্থলভাগের পাশাপাশি জলসীমাতেও ইউক্রেনকে ঘিরে ফেলতে চাচ্ছে রাশিয়া। পশ্চিমে রোমানিয়ার সীমান্ত থেকে পূর্বে রাশিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত উপকূলরেখার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠছে দেশটি।

Link copied!