• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাশিয়ার দাবি নাকচ, ন্যাটো ছাড়বে না ইউক্রেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৪:৩১ পিএম
রাশিয়ার দাবি নাকচ, ন্যাটো ছাড়বে না ইউক্রেন

ইউক্রেন সীমান্তে উত্তেজনার মাঝেই রাশিয়ার আবেদন নাকচ করে দিল যুক্তরাষ্ট্র। ন্যাটো জোট থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বান ফিরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসি জানায়, মার্কিন সেক্রেটারি অফ স্টেট এন্টনি ব্লিঙ্কেন ইউক্রেন সংকট সমাধান নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই কথা জানান। ব্লিঙ্কেন বলেন, রাশিয়াকে “কূটনৈতিক পথ” অনুসরণের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে রাশিয়া জানায় ব্লিঙ্কেনের প্রতিক্রিয়ার ব্যাপারে অবগত আছে তারা। যদিও এর আগে ন্যাটো সামরিক জোট সম্প্রসারণ ও এতে ইউক্রেনের অন্তরভুক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় রুশ সরকার। তবে ইউক্রেন ও রাশিয়ার অন্য প্রতিবেশীদের জোট থেকে বাদ দেওয়ার প্রস্তাব নাকচ করে ন্যাটো।

সম্প্রতি রাশিয়া আক্রমণ চালাতে পারে এমন আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে ইউক্রেন। রুশ হামলা ঠেকাতে দেশটিকে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

যদিও শুরু থেকেই এসব পরিকল্পনা নাকচ করে আসলেও ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেনি রাশিয়া। উল্টো দেশটিকে ন্যাটো জোট ছাড়তে নানাভাবে চাপ দিচ্ছে।

Link copied!