ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান কিংবা এর জেরে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা কাটাতে চীনের কাছ থেকে কোন সমর্থন পাচ্ছে না রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এমন খবর জানিয়েছে রয়টার্স।
মস্কোর উপর পশ্চিমা দেশগুলোর আর্থিক নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে চীনের সুনাম নষ্ট হতে পারে - এমন আশঙ্কায় দেশটি নিরপেক্ষ অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়াও আন্তর্জাতিক আর্থিক লেনদেন নেটওয়ার্ক সুইফট থেকেও রুশ ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে এসব ক্ষেত্রে চীন কোন বাধা দেয়নি। উল্টো সাম্প্রতিক সময়ে চীনের ব্যাংকগুলো রাশিয়া থেকে পণ্য ক্রয়ের প্রক্রিয়া বন্ধ রেখেছে।
রপ্তানি ও আমদানি উভয় ক্ষেত্রেই রাশিয়ার বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। ২০২০ সালে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির এক তৃতীয়াংশ কিনেছে দেশটি। দেশটিতে মোবাইল ফোন, কম্পিউটার পণ্য থেকে শুরু করে খেলনা ও পোশাক, তৈরি পণ্য পর্যন্ত সরবরাহ করে চীন।
এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় চীনের ইউয়ান মুদ্রাও ব্যবহৃত হয়। এর মাধ্যমে রাশিয়াকে মার্কিন ডলার, ইউরো, স্টার্লিংসহ অন্যান্য প্রধান মুদ্রায় লেনদেন বিরত রেখে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে পারে। তবে এমন লেনদেন ইউরোপে চীনের সুনাম নষ্ট করার পাশাপাশি সারা বিশ্বেই তাদের ভাবমূর্তি নষ্ট করবে বলে মনে করেন বিশ্লেষকরা।