• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের, নিশ্চুপ চীন-ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৮:৩১ পিএম
রাশিয়াকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের, নিশ্চুপ চীন-ভারত

ইউক্রেনে রাশিয়ার অগ্রাসন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব এনেছে যুক্তরাষ্ট্র। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে না ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। ভারতসহ বেশ কয়েকটি দেশ ভোট দানে বিরত থাকে।

বিবিসি জানায়, প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জার্মানি, ইতালি, পোল্যান্ড, এস্টোনিয়া, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ডসহ ১১টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র রাশিয়া।

রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার অবস্থান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলে, “রাশিয়া হয়ত ভেটো দিয়ে এই প্রস্তাব আটকে দিতে পারে। কিন্তু আমাদের কণ্ঠরোধ করতে পারবে না তারা। আমাদের নীতির ওপর বা ইউক্রেনের জনগণের অধিকারের ওপর রাশিয়া ভেটো দিতে পারবে না।”

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি দেশটির ভোট না দেওয়ার প্রসঙ্গে বিস্তারিত জানান। তিনি বলেন, “ইউক্রেনে সাম্প্রতি ঘটনার জন্য ভারত উদ্বিগ্ন। আমরা অবিলম্বে সহিংসাতার পথ থেকে সরে আসতে সবার প্রতি আবেদন করছি। সংকট সমাধানে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হওয়া অত্যন্ত হতাশাজনক। কিন্তু আমাদের এই পথেই ফিরতে হবে। সেই কারণে ভারত ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।”

তবে জাতিসংঘের প্রস্তাবের তোয়াক্কা না করে যুদ্ধ চালিয়ে যেতে চাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দক্ষিণপূর্ব ইউক্রেনের মেলিটপুল শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে ডেশটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।

Link copied!