• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে ড্রোন দিচ্ছে তুরস্ক?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০২:২৮ পিএম
রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে ড্রোন দিচ্ছে তুরস্ক?

রাশিয়ার সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রতিবেশী দেশ ইউক্রেন। আর শক্তিশালী রাশিয়াকে ঠেকাতে তাকে সাহায্য দিচ্ছে পশ্চিমা জোট ন্যাটো।

এর আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে বিশ্ব পরাশক্তিরা। এবার বিবিসির খবর বলছে, ইউক্রেনকে ড্রোন দিয়ে সাহায্য করছে নাটোর আরেক সদস্য তুরস্ক।

ইতোমধ্যেই ইউক্রেনে কয়েক ডজন ড্রোন পাঠিয়েছে তুরস্ক। এছাড়াও কিয়েভে একটি ড্রোন তৈরির কারখানা স্থাপনে নতুন চুক্তিও করেছে আংকারা।

ফলে ইউক্রেনের কারখানাতেই এখন তৈরি হবে তুরস্কের ড্রোন। রাশিয়া-ইউক্রেন সংকটের মাঝে তুরস্ক ও তাদের তৈরি করা ড্রোনের নতুন মাত্রা যুক্ত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তুরস্ক ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ইতোমধ্যেই ইউক্রেনের কাছে অনেকগুলো বায়রাক্টার টিবিটু অস্ত্রবাহী ড্রোন বিক্রি করেছে।

তবে শক্তিমত্তা ও প্রযুক্তিগত দক্ষতায় ইউক্রেনের চাইতে অনেকগুণ এগিয়ে রাশিয়ার সামরিক বাহিনী। তাই দুদেশের যুদ্ধ মধ্যে বেধে গেলে এসব ড্রোন কতটা কার্যকর হবে তা নিয়েও সন্দেহ আছে বিশেষজ্ঞদের।

Link copied!