• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

রাশিয়া ভিসা ও মাস্টারকার্ড সেবা বন্ধ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:৫৩ পিএম
রাশিয়া ভিসা ও মাস্টারকার্ড সেবা বন্ধ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্বে বিভিন্ন দেশ, সংস্থা ও প্রতিষ্ঠান। বিভিন্নভাবে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে যুদ্ধ বন্ধে চাপ দেওয়া হচ্ছে।

তারই ধারাবাহিকরায় এবার বিশ্বখ্যাত আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ড ও ভিসা রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুইটি জানায়, ইউক্রেনে হামলার কারণে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বিবিসি জানায়, রাশিয়ার ব্যাংকগুলো এখন থেকে মাস্টারকার্ড ও ভিসা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে রাশিয়ায় অবস্থানরত অন্য কোন ব্যবহারকারী তাদের মার্চেন্ট বা এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন না।

কেনাকাটা থেকে শুরু করে বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের একটি বড় অংশ হয়ে থাকে এই দুই প্রতিষ্ঠানের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর তাই রাশিয়ায় সেবা বন্ধ করে দেওয়ায় সেখানে বড় ধরণের সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিসার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা রাশিয়ায় সবরকমের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে। এছাড়াও অন্য দেশ বা কোম্পানির মাধ্যমে ইস্যু করা দুই প্রতিষ্ঠানের কার্ডও রাশিয়াতে আর ব্যবহার করা যাবে না।

Link copied!