• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন-ট্রুডো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০৬:৫৮ পিএম
রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন-ট্রুডো
ছবি : আল-জাজিরা

মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে জো বাইডেন বলেন, জিল বাইডেন (ফার্স্ট লেডি) ও আমি রমজানের শুরুতে যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের শুভেচ্ছা জানাই। আপনার ও আপনার প্রিয়জনদের জন্য একটি সমৃদ্ধ মাস কামনা করি। রমজান কারিম!

তিনি জানান, দুনিয়াজুড়ে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা ও সারা বিশ্বের অন্যান্য মুসলিম সম্প্রদায়সহ মানবাধিকারের জন্য কথা বলবে যুক্তরাষ্ট্র।

এদিকে রমজান উপলক্ষে এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে থাকা মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। রমজান হলো একটি বিশেষ সময়। আমাদের পরিবার, সোফী (ট্রুডোর স্ত্রী) ও আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

প্রতি বছরই রমজান ও ঈদে মুসলিম সম্প্রদায়কে বিশেষভাবে শুভেচ্ছা জানান জাস্টিন ট্রুডো।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!