বিজেপি নেতার মন্তব্য

‘রবীন্দ্রনাথ কালো ছিলেন, মা কোলে নিতেন না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১০:০৪ পিএম
‘রবীন্দ্রনাথ কালো ছিলেন, মা কোলে নিতেন না’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সভাতেই এমন কাণ্ড করেছেন এই বিজেপি নেতা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও উপস্থিত ছিলেন এই সভায়।

বুধবার বিশ্বভারতীর সেন্ট্রাল হলে দেওয়া বক্তব্যে সুভাষ সরকার বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন। তাই ছোটবেলায় কেউ তাকে কোলে নিতেন না।”

এর আগে স্থানীয় বিজেপি নেতারা ‘রবীন্দ্রনাথের জন্ম বীরভূমে’ সহ নানা মন্তব্য করে সমালোচিত হন।

তবে শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলছেন, “তাঁর (রবীন্দ্রনাথ ঠাকুরের) বাড়ির চেহারাগুলি যদি দেখেন, সবার গায়ের রং ধবধবে ফর্সা ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও গায়ের রং সত্যিকারের ফর্সা ছিল। ফর্সা সাধারণত দুই প্রকারের হয়। একটা একদম টকটকে হলুদ। আর এক হচ্ছে ফর্সার মধ্যে একটু লাল ভাব থাকে।”

রবীন্দ্রনাথের মা তাকে কোলে নিতেন না উল্লেখ করে তিনি আরও বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং ছিল দ্বিতীয় ধরনের। তাই তাঁর মা ও বাড়ির অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে তাঁকে কোলে নিতেন না। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের হয়ে বিশ্ব জয় করেছেন।”

যদিও এমন বক্তব্যের কোন ব্যাখ্যা দেননি শিক্ষা প্রতিমন্ত্রী। বরং বেফাঁস এই মন্তব্যে বর্ণবাদ নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন তিনি। জাতীয়তাবাদ আর জাতিবৈষম্যের উস্কানি দেওয়ার কারণে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!