• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে চীন-যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১০:০০ পিএম
যুদ্ধ বন্ধে বৈঠকে বসছে চীন-যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিংপিং। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বিষয়টি নিশ্চিত করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব জানিয়েছে।

জেন সাকি জানান, আগামী শুক্রবার দুই প্রতিদ্বন্দ্বী দেশের প্রেসিডেন্ট বৈঠকে বসবেন।

তিনি বলেন, ''ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে এই বৈঠক। এত যুক্তরাষ্ট্র ও চীন সমানভাবে উব্দিগ্ন। এই ইস্যুতে আমাদের দুদেশের মাঝে প্রতিদ্বন্দ্বিতা নিয়ন্ত্রণে এই বৈঠক হবে।''

জেন সাকি বলেন, ''এটি চলমান ইস্যু নিয়ন্ত্রণে চীন ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার অংশ।''

বাইডেন ও শি সর্বশেষ গত নভেম্বরে বৈঠকে বসেছিলেন। যেটা ছিল সাড়ে ৩ ঘন্টার ভার্চ্যুয়াল আলোচনা।
 

Link copied!