• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

যুদ্ধ প্রভাবে অর্থনৈতিক সংকটের মুখে বিশ্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:১৩ পিএম
যুদ্ধ প্রভাবে অর্থনৈতিক সংকটের  মুখে বিশ্ব

ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যেন দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী। যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্ববাজারে।

দেশে দেশে বাড়তে শুরু করেছে পণ্যের দাম। আর যুক্তরাষ্ট্র, ইউরোপ আর রাশিয়ার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে যেন বদলে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট।

এমন পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বে চরম অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে আইএমএফ জানায়, “পরিস্থিতি খুবই পরিবর্তনশীল। শেষ পর্যন্ত ফল কী হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে অর্থনীতির ওপর যুদ্ধের যে প্রভাব পড়তে যাচ্ছে, তা হবে খুবই মারাত্মক।”

সংস্থাটি বিবৃতিতে আরও উল্লেখ করেছে, যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, অর্থনীতির ক্ষতি ততো ভয়াবহ হবে।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতির পাশাপাশি জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে প্রতিদিন। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রভাবও রয়েছে এর পেছনে।

বিবিসি জানায়, ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যেসব দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের অর্থনীতিতে যুদ্ধের প্রভাব পড়বে সবচেয়ে বেশি।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের ১৪০ কোটি ডলার সহায়তার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসবে আইএমএফ।

Link copied!