• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১০:০২ এএম
যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত

যুক্তরাষ্ট্রে পূর্বে নির্ধারিত সকল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

পেন্টাগন জানায়, রাশিয়ার সাথে উত্তেজনা এড়াতে সকল ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় পেছানো হয়েছে। দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, “আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রের কোন ধরণের ভুল বোঝাবুঝি বা উস্কানিতে জড়ানোর উদ্দেশ্য নেই। তাই এ সপ্তাহের সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করতে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব।”

কিরবি আরও বলেন, “এই সিদ্ধান্তকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। পারমাণবিক শক্তিধর দেশ হলেও আমরা একটি দায়িত্বশীল জাতি সেটাই প্রমাণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এর আগে মঙ্গলবার (১ মার্চ) সকালে কংগ্রেসে দেওয়া এক ভাষণে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, “যখন কোনো মূল্য পরিশোধ করতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে।”

ইউক্রেন যুদ্ধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে বাইডেন আরও বলেন, “ইউক্রেন আক্রমণের জন্য ভ্লাদিমির পুতিন একাই দায়ী। রুশ নেতাকে এ জন্য দীর্ঘ মেয়াদে অব্যাহতভাবে চড়া মূল্য দিতে হবে।”

Link copied!