ঠিক দুই বছর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে। চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া রহস্যময় রোগ সম্পর্কে তখনো অবগত ছিলেন না সবাই।
অনেকেই হয়তো তখন এই ক্ষুদ্র করোনাভাইরাসের ভয়াবহতা আঁচ করতে পারেনি। যদিও শিগগিরই এই আণুবীক্ষণিক জীব বদলে দিয়েছে গোটা বিশ্বের দৃশ্যপট। দেশে দেশে স্বাস্থ্যব্যবস্থার অবনতি ঘটানোর পাশাপাশি কেড়ে নিয়েছে কোটি মানুষের প্রাণ।
শুক্রবার জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুসারে, মহামারি শুরুর দিনটি থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ লাখের বেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। অনেক বিশেষজ্ঞ অবশ্য মনে করেন মৃত্যুর সংখ্যা রাজ্য ও স্থানীয় প্রতিবেদনে তথ্যের অসামঞ্জস্য থাকায় মোট মৃত্যুর হার কম গণনা করা হয়েছে।
বিশেষ করে মার্কিন সংক্রামক রোগ গবেষণা কেন্দ্র সিডিসির তথ্য অনুসারে, ২০২০ সালে ১ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় ১০ লাখের বেশি মৃত্যু হয়েছে।
এবিসি নিউজ জানায়, দুই বছর পরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। এখনো প্রতিদিন গড়ে ২ হাজার ৩০০ মানুষ আক্রান্ত হচ্ছে দেশটিতে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক মৃত্যুর হার।
তবে বিশেষজ্ঞদের দাবি, টিকাদান কর্মসূচি অব্যহত থাকলে এ বছরের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে মহামারি।