• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে ৪ জনকে জিম্মি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ১০:৪১ এএম
যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে ৪ জনকে জিম্মি

যুক্তরাষ্ট্রের টেক্সাসে কলিভিল শহরের এক ইহুদি উপাসনালয় কয়েকজনকে জিম্মি করেছে এক ব্যক্তি। পাকিস্তানি এক বন্দির মুক্তির দাবিতে অভিযুক্ত ওই ব্যক্তি কমপক্ষে চারজনকে জিম্মি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

টেক্সাস পুলিশ সিনাগগটি ঘিরে রেখেছে। একইসঙ্গে এফবিআইর অভিযুক্তের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে তারা।

বিবিসি জানিয়েছে, শনিবার (১৫ জানুয়ারি) রাতে এক জিম্মিকে ছেড়েও দেওয়া হয়েছে

এর আগে কংগিগ্রেশন বেথ ইসরায়েল নামের সিনাগগে স্থানীয় সময় সকাল ১১টার দিকে সাবাথের প্রার্থনার সময় ঘটনার সূত্রপাত হয়। ফেসবুকে চলা স্ট্রিমিংয়ের অডিওতে এক ব্যক্তিকে চেঁচিয়ে বলতে শোনা যায়, “আমার বোনকে ফোন দিন। আমি মরতে চলেছি।”

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিনাগগের যাজকসহ চার ব্যক্তিকে প্রথমে জিম্মি করা হয়েছিল। জিম্মিকারী ব্যক্তি সশস্ত্র। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিকে জিম্মিকারী পাকিস্তানি স্নায়ুরোগবিশারদ আফিয়া সিদ্দীকির মুক্তি দাবি করেন। শোনা যায়। আফিয়া যুক্তরাষ্ট্রে ৮৬ বছরের কারাদণ্ড ভোগ করছেন। আফগানিস্তানে বন্দি থাকার সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের হত্যা চেষ্টার দায়ে তাকে ওই সাজা দেওয়া হয়।
 

Link copied!