• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০,

যুক্তরাষ্ট্রের জব্দ করা সম্পদ ফেরত চাইল তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২১, ০৬:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের জব্দ করা সম্পদ ফেরত চাইল তালেবান

যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান বিদ্রোহীরা। 

আল-জাজিরা জানায়, দেশটির প্রায় ১ হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ও অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানে জমা রয়েছে। তবে তালেবানের হাতে এই অর্থ পড়ার আশঙ্কায় সেসব জব্দ করেছে মার্কিন সরকার।

আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ এই তথ্য জানায়, কাতারের তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহাইল এসব সম্পদ ফেরতের দাবি জানিয়েছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের দেশের সম্পদ আটকে দিয়েছে। এটা অন্যায় কাজ। আমরা চাই তারা দ্রুত আমাদের টাকা ফেরত পাঠাক।”

এসময় সোহাইল শাহিন আরও বলেন, “আফগানিস্তান পুনর্গঠনের জন্য আমাদের অর্থ সহায়তা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের বাজেট প্রয়োজন। আশা করছি যুক্তরাষ্ট্র আফগান জনগণের দাবি ও আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাবে।”

রোববার তালেবানের হাতে গনি সরকারে পতনের পরদিন যুক্তরাষ্ট্রে রিজার্ভ জমা থাকার কথা জানান আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আজমল আহমদি। যুক্তরাষ্ট্রে অর্থ জব্দের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলও তালেবানকে কোনো ধরনের আর্থিক সহায়তা না দেওয়ার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্র ও আইএমএফের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে ‘অন্যায়’ ও ‘অবিচার’ বলে মন্তব্য করেন সোহাইল শাহিন। আফগানিস্তানের উন্নতিতে বাধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি তার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!