যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সি-১৭ সামরিক বিমানে চড়ে আফগানিস্তান ছাড়েন এক গর্ভবতী নারী। তবে বিমান উড্ডয়নের পরই প্রসব বেদনা উঠে তার।
যাত্রাপথে জার্মানির র্যামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণের পরই কন্যা সন্তান জন্মের জন্ম দেন সেই আফগান নারীর। মার্কিন বিমানবাহিনী তাদের অফিশিয়াল টুইটার একাউন্টে ছবিসহ এই ঘটনা প্রকাশ করে। তবে মা ও শিশুর নাম প্রকাশ করেনি সংস্থাটি। সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এই ঘটনা।
রবিবার (২২ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, আকাশপথে ২৮ হাজার ফুট উঁচুতে প্রসব বেদনা ওঠার পর বিমানের বায়ুচাপ কম থাকায় ঝুঁকিতে পড়েন গর্ভবতী মা। এসময় দ্রুত বায়ুচাপ বাড়াতে বিমানটিকে কম উচ্চতায় নামিয়ে আনেন পাইলট।
এরপর আফগান মায়ের অবস্থা স্থিতিশীল হয়। বিমানটি অবতরণের পরই মার্কিন সামরিক চিকিৎসকরা শিশুটির প্রসব করান।
রোববার (১৫ আগস্ট) রাজধানী কাবুল দখলের মাধ্যমে ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান বিদ্রোহীরা। শান্তিপূর্ণভাবে সরকারকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
তালেবানের শাসন থেকে পালাতে কাবুল বিমানবন্দরে প্রতিদিনই বাড়ছে আতঙ্কিত আফগান আশ্রয়প্রার্থীদের ভিড়। এ পর্যন্ত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিবিদ্ধ ও পদপিষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যুর হয়েছে।