• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মেসেঞ্জারে বউ বিনিময়ের অফার দিয়ে আটক ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০১:৪৬ পিএম
মেসেঞ্জারে বউ বিনিময়ের অফার দিয়ে আটক ৭

বউ বিনিময়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতের কেরালা রাজ্যের কারুকাচল থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার এক ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় ওই সাতজনকে আটক করা হয়।

এনডিটিভি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ওই নারীর স্বামীও রয়েছেন। ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী তাকে অন্য ব্যক্তিদের সঙ্গে বিকৃত যৌনাচারে বাধ্য করেছেন।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রটি টেলিগ্রাম ও মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে নিজেদের স্ত্রীদের অন্যদের কাছে পাঠাত। এমনকি চক্রের অবিবাহিত পুরুষ সদস্যরাও জোরপূর্বক অন্যের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতেন।

কোট্টায়াম, আলাপুজা ও এরনাকুলাম জেলা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের চ্যাট গ্রুপগুলোতে হাজার হাজার সদস্য ছিল বলে জানায় পুলিশ।

ভুক্তভোগী নারীর অভিযোগের তদন্ত করতে গিয়ে এই চক্রটির খোঁজ পান কর্মকর্তারা। তদন্তের পর এই মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তারা।

Link copied!