• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:১২ পিএম
মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

বড়দিন আর বর্ষবরণের উৎসবের আমেজে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। ভারতজুড়ে প্রতিদিনই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আর করোনার সংক্রমণ হার।

এমন পরিস্থিতিতে নববর্ষের সব উৎসব বাতিল করে মুম্বাইয়ে ৭ জানুয়ারি পর্যন্ত জারি হলো ১৪৪ ধারা। টাইমস অব ইন্ডিয়া জানায়, মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই পদক্ষেপ নিয়েছে মুম্বাই পুলিশ।

ওমিক্রনে আক্রান্তের সংখ্যার দিক থেকে দিল্লির পরই দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। তাই বর্ষবরণের উৎসবে জনসমাগম হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার থেকেই ১৪৪ ধারা জারির হচ্ছে। এই বিধিনিষেধ চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।

১৪৪ ধারা চলাকালীন আয়োজন করা যাবে না কোনো অনুষ্ঠান। ঘরে বা রেস্তোরাঁয় কোথাও কোনো আয়োজনও করা যাবে না। নির্দেশ অমান্য করলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। এদের মধ্যে মুম্বাইয়ে আক্রান্ত এক হাজারের বেশি।

Link copied!