• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মিয়ানমারে সেনাবাহিনীর গাড়িচাপায় ৫ বিক্ষোভকারী নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৭:০৯ পিএম
মিয়ানমারে সেনাবাহিনীর গাড়িচাপায় ৫ বিক্ষোভকারী নিহত

মায়ানমারের ইয়াঙ্গুনে সামরিক শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গাড়ি চাপায় পাঁচজন নিহত হয়েছেন। বিক্ষোভ থেকে আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এছাড়াও রবিবার সকালে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে সহিংসতা সত্ত্বেও বিকেলে ইয়াঙ্গুনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় নিউজ পোর্টাল মিয়ানমার নাউ-এর বরাতে এই খবর জানায় রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের পেছনের দিক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি তাদের উপর তুলে দেওয়া হয়। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে তাদের মারধর ও গ্রেপ্তার শুরু করে নিরাপত্তা বাহিনী। এসময় মাথায় গুরুতর আঘাত পান আন্দোলনরত কয়েকজন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতেও এসব দৃশ্য দেখা যায়।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারের নেতাদের আটক করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় ৮ শতাধিক প্রাণহানি হয়েছে। আটক হয়েছে ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!