• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২২, ০৫:৫২ পিএম
মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু

মিসরের রাজধানী কায়রোতে ধর্মাবলম্বীদের কপটিক সম্প্রদায়ভুক্তদের একটি গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) মিশরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

চার্চের দুইজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই চার্চে পাঁচ হাজার মানুষ প্রার্থনার জন্য জড়ো হয়েছিল। চার্চে আগুন থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের নিয়ন্ত্রণে কাজ করছে। চার্চের ভেতরে প্রচুর কাঠ ছিল।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দ্রুত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে কপটিকরা হচ্ছে সবচেয়ে বড় খিষ্ট্রান সম্প্রদায়। মিশরের ১০৩ মিলিয়ন জনগণের মধ্যে অন্তত ১০ মিলিয়ন মানুষ এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

গত কয়েক বছর ধরে মিশরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের মার্চে কায়রোতে একটি টেক্সটাইল কারখানায় আগুনে অন্তত ২০ জন মারা যায়।

Link copied!