• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালিতে জঙ্গিদের ড্রোন হামলা, ৪২ সেনা নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২২, ০২:০৮ পিএম
মালিতে জঙ্গিদের ড্রোন হামলা, ৪২ সেনা নিহত

মালিতে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ৪২ সেনাসদস্য। ভয়েস অব আমেরিকা জানায়, সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে অত্যাধুনিক ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার কর্তৃপক্ষ এই হামলার কথা জানায়। মালিতে এক দশকব্যাপী চলমান বিদ্রোহের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটি। 

দেশটির উত্তরাঞ্চল, কেন্দ্র ও দক্ষিণে এবং প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারে ছড়িয়ে পড়েছে এই বিদ্রোহ। রোববার বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তবর্তী টেসিট শহরেই এ হামলার ঘটনা ঘটে। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই হামলা গোটা দেশকে নাড়া দিয়েছে।

এর আগে সরকারি বিবৃতিতে ২২ সৈন্য আহত আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এতে স্থানীয় আইএস সদস্যরা ড্রোন, আর্টিলারিসহ বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এই হামলা চালায় বলে দাবি করা হয়েছে।

পরে সামরিক কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া মৃতদের নামসহ একটি নথি থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। নাম প্রকাশ না করার শর্তে নিহতদের স্বজনরা জানান, নিহতদের মধ্যে কয়েকজন নির্বাচিত কর্মকর্তাও ছিলেন।

হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন দ্য গ্রেটার সাহারাকে দায়ী করেছে সরকার।

Link copied!