• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালদ্বীপ ছাড়ছেন গোতাবায়া, গন্তব্য কোথায়?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০১:১৩ পিএম
মালদ্বীপ ছাড়ছেন গোতাবায়া, গন্তব্য কোথায়?

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিলেও সেখানে থাকছেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি অন্য কোথাও নির্বাসিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। 

কলম্বোতে শ্রীলঙ্কার এক গোয়েন্দা সূত্র এএফপিকে জানায়, গোতাবায়া মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করছেন। তিনি সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত বা সিঙ্গাপুরে চলে যেতে পারেন। 

এই দুটি জায়গার একটিতে নির্বাসিত হতে পারেন গোতাবায়া। তার নিরাপত্তা নিশ্চিত করা হবে চ্যালেঞ্জ। কারণ, উভয় দেশেই লঙ্কান মানুষ বসবাস করেন। 

এদিকে সূত্রের বরাতে শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরর বলছে, মালদ্বীপ থেকে গোতাবায়াকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেট জেট মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণ আগে অবতরণ করেছে। 

কিছুক্ষণের মধ্যে গোতাবায়া ও তার পরিবার এই প্রাইভেট জেটে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন। 

এর আগে গোতাবায়া শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে পৌঁছানোর পর তাকে কড়া নিরাপত্তায় গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। 

খবর পেয়ে সেখানে অবস্থানরত শ্রীলঙ্কানরা বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন মালদ্বীপের স্থানীয়রাও। 

দ্বীপটিতে কর্মরত এক লঙ্কান নাগরিক এএফপিকে বলেন, মালদ্বীপের বন্ধুরা, আপনাদের সরকারকে আহ্বান জানান অপরাধীদের যেন রক্ষা না করা হয়। 

শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর মঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন গোতাবায়া। দেশটির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া দেশ ছাড়েন।  

শ্রীলঙ্কার এক কর্মকর্তা এএফপিকে জানান, আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন।  

এদিকে গোতাবায়া বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন স্পিকার মাহিন্দা ইয়াপা। তবে এখনো তার পদত্যাগের ঘোষণা আসেনি।

Link copied!