• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মরুভূমিতে তৃষ্ণায় ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২২, ০২:৪২ পিএম
মরুভূমিতে তৃষ্ণায় ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

লিবিয়ার মরুভূমিতে নিখোঁজ ২০ জনের অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ পাওয়া গেছে। উদ্ধারকারীদের মতে, এই দলটি তীব্র গরমে তৃষ্ণায় মারা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার খুফরা শহর থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে মরুভূমির মাঝখানে একটি ট্রাকের পাশে মৃতদেহগুলি পড়ে থাকতে দেখা যায়। মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় এক ট্রাক ড্রাইভার তাদের খোঁজ পান।

প্রশাসন সূত্রে জানা গেছে কাছে লিবিয়া প্রশাসনের উদ্ধারকারী দল মৃতদেহগুলো উদ্ধার করেছে। ওই ট্রাকটি করেই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার পার্শ্ববর্তী দেশ থেকেই এসেছিলেন বলেও সন্দেহ উদ্ধারকারীদের।

পুলিশের ধারণা, মরুভূমির মাঝখানে ট্রাকটি বিকল হয়ে যাওয়ায় অভিবাসনপ্রত্যাশীরা আটকে পড়েন। প্রায় ১৪ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সকে লিবিয়ার প্রশাসন জানিয়েছে তাদের মোবাইল থেকে শেষ ফোন করা হয়েছিল গত ১৩ জুন।

Link copied!