• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ভোট জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন: মমতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৮:১৫ পিএম
ভোট জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন: মমতা

কলকাতা পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন বিরোধীরা। ভোটকেন্দ্রে হামলা থেকে শুরু করে বিরোধীদের মারধর, ভোট জালিয়াতিরও অভিযোগ করেছেব সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি নেতারা।

তবে নিজের ভোট দিতে এসে সেসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে মিত্র ইনস্টিটিউশনের কেন্দ্রে ভোট দেন তিনি। সেখানকার প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে আসেন মমতা।

২০২০ সালের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে রোববার (১৯ ডিসেম্বর) আয়োজিত হল কলকাতার পৌরসভা নির্বাচন। তবে নির্বাচনে অনিয়ম, ভোট জালিয়াতি অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে রাজনৈতিক দলগুলো। এ পর্যন্ত সহিংসতা ঠেকাতে ৭২ জনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

হিন্দুস্তান টাইমস ও আনন্দ বাজারের খবরে বলা হয় রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে শুরুতেই উত্তেজনা ছড়ায় ৩৬ নম্বর ওয়ার্ডে। ভোট চলাকালীন সিসিটিভি ক্যামেরা ঢেকে ভোট জালিয়াতি করার অভিযোগ ওঠে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

এছাড়াও ভোটের বুথে তৃণমূলের নেতাকর্মীরা এজেন্টদের বসতে দিচ্ছে না বলে অভিযোগ কংগ্রেসের। সহিংসতার অভিযোগ তুলে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। ভোট জালিয়াতির প্রতিবাদে বড়তলা থানার সামনে অবরোধে বসেন সিপিএম-কংগ্রেস-বিজেপির নেতাকর্মীরা।

Link copied!