• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪৩ অভিবাসীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৩৮ পিএম
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪৩ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কমপক্ষে ৪৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে। উদ্ধার করা হয় ৮৪ জনকে। তারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন। খবর রয়টার্স।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, স্থানীয় সময় শনিবার লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। ওই নৌকায় বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসীরা ছিলেন।

সম্প্রতি আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। বেশিরভাগেরই গন্তব্য ইতালি। 

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিলেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী দেশটিতে পৌঁছেছেন। গত বছর একই সময়ে ৬ হাজার ৭০০ অভিবাসী ইতালিতে পৌঁছান।

Link copied!