• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

‘ভুলবশত’ সেনা অভিযানে ১৩ গ্রামবাসী নিহত, উত্তাল নাগাল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০২:১৮ পিএম
‘ভুলবশত’ সেনা অভিযানে ১৩ গ্রামবাসী নিহত, উত্তাল নাগাল্যান্ড

ভারতের নাগাল্যান্ড রাজ্যে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের নামে সামরিক বাহিনীর বিরুদ্ধে ১৩ গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। হিন্দুস্তান টাইমস জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিচ্ছিন্নতাবাদী সন্দেহে অভিযান পরিচালনা করে আসাম রাইফেলস। তবে এ সময় ভুল করে সাধারণ নাগরিকদের হত্যার ঘটনা ঘটেছে।

এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে (৪ ডিসেম্বর) মিয়ানমারের সীমান্তবর্তী মন জেলায় বিদ্রোহী দমনে অভিযানে যায় নিরাপত্তা বাহিনী। ওটিং গ্রামের কাছে অতর্কিত হামলা চালায় তারা।

তবে তিরু-ওটিং সড়কের যে গাড়িকে লক্ষ্য করে সেনারা গুলি চালায়, তাতে তিরুর কয়লাখনির শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। পুলিশ জানায়, এ সময় গুলিতে ঘটনাস্থলে ছয় গ্রামবাসী ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয়রা নিরাপত্তা বাহিনীকে ঘেরাও করলে তারা ‘আত্মরক্ষায়’ গুলি চালায়। এতে পাঁচ গ্রামবাসী নিহত হয় ও আহত হয় ছয়জন। স্থানীয়দের হামলায় একজন সেনাও নিহত হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর তিনটি গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

আসাম রাইফেলসের দাবি, পিকআপ ভ্যানে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) বিচ্ছিন্নতাবাদীরা ছিল বলে তথ্য ছিল তাদের কাছে। তবে গ্রামবাসীদের দাবি, নিহতরা সবাই নির্দোষ ও বেসামরিক নাগরিক।

এ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে রাজ্যে। সাধারণ নাগরিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও। ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া শোক প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Link copied!