• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত সফরে এসে চরকায় সুতো কাটলেন বরিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ০২:০১ পিএম
ভারত সফরে এসে চরকায় সুতো কাটলেন বরিস

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান না নেওয়ার ভারতের উপর নাখোশ পশ্চিমা জোট। সম্পর্কের এই টানাপড়েনের মাঝেই দেশটিতে সফর করতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার দুই দিনের সফরে ভারতে এসেছেন বরিস। সফরের প্রথম দিনে গুজরাটে ঘুরে বেড়াচ্ছেন এই নেতা। 

গান্ধীর জন্মভূমি গুজরাটে এসে ভারতের জাতির পিতার প্রতি শ্রদ্ধার জানিয়েছেন তিনি। এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যমের ভিডিওতে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে তাকে চরকায় সুরো কাটতেও দেখা গেছে।

সকালের ফ্লাইটে আহমেদাবাদ পৌঁছান বরিস জনসন। সেখানে তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীরা। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত আসেন বিপুল সংখ্যক মানুষ। সড়কের ধারে ৪০টি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গুজরাটে দিনব্যাপী কর্মূচি শেষে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করবেন বরিস। এছাড়া পঞ্চমহল জেলায় ব্রিটিশ নির্মাণ সরঞ্জাম উত্পাদনকারী সংস্থা জেসিবির কারখানাও পরিদর্শন করবেন তিনি।

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন বরিস জনসন। বৈঠকে ইউক্রেন যুদ্ধের ওপর বিশেষ জোর দেওয়া হবে বলেই আশা করা হচ্ছে।

Link copied!