ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৬ জন। পুলিশের তথ্যের বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি।
বুধবার সকালে পাকুর জেলায় একটি যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডার পরিবহনকারী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গোবিন্দপুর-সাহিবগঞ্জ রাজ্য সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
এ সময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি সাহেবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহর দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকা পড়া বেশ কয়েকজন। গ্যাস কাটার দিয়ে বাস ভেঙে তাদের উদ্ধার করা হয়। ঘন কুয়াশা দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ট্রাকের গ্যাস সিলিন্ডারের কোনো বিস্ফোরণ ঘটেনি বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা।
দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা করেছে জেলা প্রশাসন।