ভারতের তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোট ১৫ জন।
এনডিটিভি জানায় তেলেঙ্গানায় করিমনগর জেলায় এক নাবালক ফুটপাথের ওপর গাড়ি তুলে দেয়। এতে ঘটনাস্থলেই ফুটপাথে বসে থাকা চার নারী শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশ জানায়, অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। তার কোন ড্রাইভিং লাইসেন্সও নেই। এ ঘটনায় নাবালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
এছাড়াও সোমবার উত্তরপ্রদেশের কানপুরে বাস দুর্ঘটনায় ছয় পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। ট্যাটমিল ক্রসরোডের কাছে ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দ্রুতগতির ইলেকট্রিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা দিলে বেশ কয়েকটি গাড়ি ও বইকে ক্ষতিগস্ত হয়। একইসঙ্গে বাসটি একটি পুলিশ বুথেও ধাক্কা মারে।
দুর্ঘটনাটি তদন্ত করেছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।