• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ভারতে করোনা আক্রান্ত আরও প্রায় ৩ লাখ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৪:৪১ পিএম
ভারতে করোনা আক্রান্ত আরও প্রায় ৩ লাখ

ওমিক্রনের দাপটে প্রতিদিনই দেশে দেশে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্যবিধি আরোপ করেও করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ।

এদিকে বুধবার ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। এর মাধ্যমে দেশটিতে বর্তমানে করোনা রুগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ২ হাজার ৪৭২ জনে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৭৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন। সংক্রমণ হার এখনও ১৯ শতাংশের উপরে রয়েছে।

অন্যদিকে ভারতে গত এক দিনে টিকা নিয়েছেন ২২ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। এখনও পর্যন্ত দেশটিতে ১৬৩ কোটি ৮৪ লাখ ডোজেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে।

 পশ্চিমবঙ্গের পরিসংখ্যান বলছে, বুধবার এক দিনে রাজ্যে মোট ৪ হাজার ৯৬৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এই খবর জানায় হিন্দুস্তান টাইমস।

Link copied!