• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ভারতে এক বছরের সর্বনিম্ন করোনা সংক্রমণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০১:৫৭ পিএম
ভারতে এক বছরের সর্বনিম্ন করোনা সংক্রমণ

অবশেষে করোনার ধকল কাটিয়ে উঠতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারত। ২০২০ ও ২০২১ সালে একাধিকবার বিশ্বের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়লেও নতুন বছরে করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানায়, রোববার ভারতে রেকর্ড পতন হয়েছে সংক্রমণ হারে। ২০২০ সালের এপ্রিলের পর প্রথমবার এত কম সংক্রমণ দেখল ভারতবাসী। দেশটির দৈনিক সংক্রমণ ২ হাজারের এর নিচে নেমেছে।

সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশটিতে এই মুহুরতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৪০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছ ১২৭ জনের। সরকারী পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৫ লক্ষ ১৬ হাজার ৪৭৯ জন প্রাণ হারিয়েছেন। গড়ে মৃত্যুর হার ১ দশমিক ২০ শতাংশ।

এছাড়া শনিবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৯৬ জন। সুস্থতার হার রয়েছে ৯৮ দশমিক ৭৪ শতাংশ। দৈনিক ও সাপ্তাহিক আক্রান্তের উভয়ই ০.৪১ শতাংশে দাঁড়িয়েছে।

এই অগ্রগ্রতির পেছনে টিকা কর্মসূচীর সাফল্য ও গণহারে করোনা পরীক্ষা অনেকাংশে ভূমিকা রাখছে। এখন পর্যন্ত অন্তত এক ডোজ টিকা পেয়েছেন মোট ১৮১ কোটি ২১ লাখ মানুষ।

শনিবার প্রায় ৪ লাখ ৩২ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে। টিকা নিয়েছেন ১৫ লক্ষেরও বেশি মানুষ। মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে করোনা পরীক্ষা করেছেন ৭৮ কোটি ২৬ লাখেরও বেশি মানুষ।

Link copied!