• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ১১:৫৫ এএম
ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ নভেম্বর) জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। এক বছর ধরে ওই আইন বাতিলের দাবিতে আন্দোলন করছিলেন দেশটির কৃষকরা।

ঘোষণায় মোদি বলেন, “হয়তো আমাদেরও কিছু ত্রুটি ছিল। কিন্তু আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।”

এ সময় আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবার চাষের ক্ষেতে ফেরার আহ্বান জানিয়ে মোদি বলেন, “আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক। এখন কাউকে দোষারোপের সময় নয়।”

গত বছরের সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্তানে বিরুদ্ধে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। পঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। রাস্তা অবরোধ, রেল রোখো আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলো। তাদের অভিযোগ, নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়বেন কৃষকেরা।

Link copied!