• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৭ রজব ১৪৪৬

ভারতের পার্লামেন্টে করোনা আক্রান্ত ৪০০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৮:১১ পিএম
ভারতের পার্লামেন্টে করোনা আক্রান্ত ৪০০

দৈনিক সংক্রমণের নতুন রেকর্ডের দিনে আরেক দুঃসংবাদ পেল ভারতবাসী। একইদিনে করোনা আক্রান্ত হয়েছেন রাজধানী দিল্লিতে অবস্থিত পার্লামেন্টের ৪০০ কর্মকর্তা।

হিন্দুস্তান টাইমস জানায়, ৬ থেকে ৭ জানুয়ারি সংসদ ভবনের কর্মীদের করোনা পরীক্ষা হয়। এতে ৪০০ জনের রিপোর্ট পজিটিভ আসে। বাজেট অধিবেশনের আগেই এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে দিল্লিতে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ২০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। এছাড়াও আরও সাংসদও করোনা পরীক্ষা করাবেন বলে জানা গেছে।

সংসদের মোট ১৪০৯ জন কর্মীর মধ্যে ৪০২ করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২০০ জন লোকসভার, ৬৯ জন রাজ্যসভার ও ১৩৩ জন উভয় কক্ষের হয়েই কাজ করছেন।

আক্রান্ত সকলের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এছাড়াও বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের সব কর্মীদের সরকারি বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি দিল্লিতে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলা সরকারি ও বেসরকারি অফিসের কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জারি হয়েছে নানা বিধিনিষেধ।

 

Link copied!