• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ভারতীয় সেনাবাহিনীকে ‘বয়কট’ করল নাগাল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৮:১০ পিএম
ভারতীয় সেনাবাহিনীকে ‘বয়কট’ করল নাগাল্যান্ড

সামরিক অভিযানের ভুলে  বেসামরিক নিহতের ঘটনায় ভারতের কেন্দ্র সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানে নাগাল্যান্ড রাজ্য। ১৩ শ্রমিক নিহত হওয়ায় সেনাবাহিনীর ওপর ক্ষুব্ধ স্থানীয়রা।

এরই মধ্যে নাগাল্যান্ডের নাগরিক সংগঠন কনিয়াক সেনাবাহিনীকে বয়কটের ঘোষণা দিয়েছে। রাজ্যজুড়ে শোকদিবস পালন করার পাশাপাশি বড়দিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে খ্রিষ্টান সম্প্রদায়। সেনাবাহিনীর সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতার ঘোষণা দিয়েছে তারা।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, নাগাল্যান্ডে সেনাবাহিনীর বিশেষ অধিকার বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়াও খনি শ্রমিকদের উপর গুলি চালানো সেনাদের পরিচয় প্রকাশ ও শাস্তির আওতায় আনারও দাবি তাদের। এ বিষয়ে কেন্দ্রের তরফ থেকে রাজ্য সরকার ও কনিয়াকের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও কোন লাভ হয়নি।

সম্প্রতি নাগাল্যান্ডে সেনাবাহিনীর গুলিতে ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়। এরপর সেনা সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয় গ্রামবাসীর।

সেনাবাহিনী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, শ্রমিকদের সন্দেহজনক গতিবিধির কারণেই গুলি চালাতে বাধ্য হয় সেনারা।

তবে নাগাল্যান্ডের পুলিশের প্রতিবেদনে বলা হয়, নিরস্ত্র খনিশ্রমিকদের ওপর পরিকল্পিতভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় শুধু নাগাল্যান্ড নয়, গোটা ভারতেই আলোড়ন সৃষ্টি হয়েছে।

Link copied!